এক সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তার দুটি মামলা খেলেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। একটি ফৌজদারি অন্যটি মানহানির। উমর আকমলের নিষেধাজ্ঞা নিয়ে বোর্ডকে লক্ষ্য করে ইউটিউবে মন্তব্য করায় পিসিবির আইনি পরামর্শক তাফাজ্জুল রিজভি তার নামে ওই মামলা করেছেন। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল ম্যাচ পাতানোর অভিযোগে তিন বছর নিষিদ্ধ হয়েছেন। পিসিবি তাকে নিষিদ্ধ করেছে। শোয়েব আখতার তাই মন্তব্য করেছেন, ‘পিসিবির আইনি বিভাগ ও পরামর্শদাতা একেবারেই অদক্ষ। জানি না, তাফাজ্জুল রিজভি ঠিক কোথা থেকে এসেছেন।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
ওর যোগাযোগ ভালো। গত ১০–১৫ বছর ধরে তিনি বোর্ডের সঙ্গে কাজ করছেন। কিন্তু এমন একটাও মামলা নেই, যাতে উনি হারেননি। এমনকি আমার বিরুদ্ধেও একবার হেরেছিলেন। এই মন্তব্যের জন্যই বিপাকে পড়েছেন পাকিস্তানের সাবেক গতি দানব। পিসিবি এক বিবৃতিতে শোয়েবকে সতর্ক করেছে, ‘শোয়েব যে ভাষা ব্যবহার করেছেন তা অনুপযুক্ত ও অসম্মানের। সভ্য সমাজে বাস করে তাকে ক্ষমা করা যায় না। পিসিবির আইনি পরামর্শক তাফাজ্জুল রিজভি তাই মানহানি ও ফৌজদারি মামলা করেছেন শোয়েবের বিরুদ্ধে।’ এছাড়া আইনি ব্যাপারে খুব সতর্ক হয়ে শব্দ ব্যবহার করতে বলা হয়েছে শোয়েবকে।