বাবা ছিলেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যাটসম্যান একালের ‘ডন ব্র্যাডম্যান’ বলা হতো। আর ছেলে হয়েছে পেস বোলার। এটা শচীন টেন্ডুলকার আর তার ছেলে অর্জুন টেন্ডুলকারের গল্প। দুর্দান্ত অ্যাকশন। সঙ্গে আছে ভালো ছন্দ। পেসার অর্জুন টেন্ডুলকার মন কেড়ে নিয়েছে সাবেক ভারতীয় পেসার শান্তাকুমারন শ্রীশান্তের। তিনি মনে করছেন, একদিন ঠিক দেশের হয়ে খেলবেন শচীনের ছেলে। ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন শ্রীশান্ত। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন তিনি। খেলেছিলেন ২০১১ সালের বিশ্বকাপেও। ম্যাচ ফিক্সিংয়ের জন্য তিনি দীর্ঘ সময় নির্বাসিত ছিলেন।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
দীর্ঘ আইনী লড়াইয়ের পর আজীবন নিষেধাজ্ঞা কমিয়ে ৭ বছর করে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেই শ্রীশান্ত জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন শচীন টেন্ডুলকারকে। জবাবে শচীনও তাকে ধন্যবাদ জানান। শচীনের টুইটের জবাবে ২৭ টেস্ট, ৫৩ ওয়ানডে আর ১০ টি-টোয়েন্টিতে খেলা শ্রীশান্ত লিখেন, ‘অনেক ধন্যবাদ শচীন পাজি। তোমার জবাব পেয়ে খুবই ভালো লেগেছে। সবাইকে ভালবাসা ও শ্রদ্ধা। অর্জুনকে ভালো খেলতে দেখে দারুণ লাগছে। ওর অ্যাকশন খুব ভালো। নিশ্চিতভাবেই ও দেশের হয়ে খেলবে।’ অবশ্য, অর্জুন টেন্ডুলকার এখনও ক্লাব পর্যায়েই সফল। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে নজরকাড়া কিছু করে উঠতে পারেননি। তবু স্বপ্ন দেখতে দোষ কী?