করোনাভাইরাসের এই সময়টা পৃথিবীর অনেক কিছুই বদলে দেবে—এমনটাই বলা হচ্ছে। এ মহামারি শেষ হয়ে গেলেও এর রেশ রয়ে যাবে বহুকাল। মানুষ পাল্টে ফেলবে তার দীর্ঘ দিনের অনেক অভ্যেসই। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার একটা ধারা শুরু হবে। সামাজিক দূরত্ব হয়তো মানুষের আচরণেরই অংশ হয়ে যাবে। অন্য সবকিছু বদলে গেলে স্বাভাবিকভাবেই খেলাধুলাতেও আসবে বদল। ক্রিকেটে যেমন খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তাকে আরও জোরদার করার খুঁজছে আইসিসি, ফুটবলেও মাঠে অস্বাস্থ্যকর আচরণের জন্য কার্ড দেখানোর বিধান নিয়ে ভাবনা–চিন্তা হচ্ছে।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
ফিফার মেডিকেল কমিটি এ বিষয় ইতিমধ্যেই সুপারিশ করেছে বলে জানা গেছে। ফুটবল মাঠে অনেক খেলোয়াড়ের মধ্যেই থুতু ফেলার প্রবণতা দেখা যায। মেডিকেল কমিটি এটি বন্ধ করতে বলছে। করোনা–পরবর্তী সময়ে এ ধরনের অস্বাস্থ্যকর কাজ করলে হলুদ কার্ড দেখানোর বিধান করার কথাও ভাবছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ক্রিকেটে রীতিমতো খেলার অংশ হয়ে গিয়েছে থুতু দিয়ে বলের উজ্জ্বলতা বাড়ানোর ব্যাপারটি। বলকে সুইং করাতে থুতু কিংবা ঘাম দিয়ে বলের একদিন ঘষা রীতিমতো আবশ্যিক ব্যাপার বোলারদের কাছে। সম্প্রতি এটি নিষিদ্ধ করার বিষয়টি খুব জোরের সঙ্গেই আলোচিত হচ্ছে বিশ্ব ক্রিকেটে।