করোনা ভাইরাস সংক্রমণের উপর ভিত্তি করে দেশের বিভিন্ন অঞ্চল যেমন রেড, ইয়োলো ও গ্রিন, এই তিন জোনে ভাগ হচ্ছে তেমনই এবার ক্রিকেটারদেরও ভাগ করা হবে রেড-গ্রিন ভাগে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের রেড, অরেঞ্জ এবং গ্রিন এই তিনভাগে ভাগ করতে একটি অ্যাপ চালু করতে যাচ্ছে। যা দিয়ে ক্রিকেটারদের শরীরের অবস্থা জানা যাবে। নিয়মিত ওই অ্যাপের মাধ্যমে ক্রিকেটারদের শরীরের অবস্থা হালনাগাদ করা হবে। এরপর বিভিন্ন ধাপের উত্তরের ভিত্তিতে তারা রেড, অরেঞ্জ নাকি গ্রিনে ভাগে পড়বেন সেটা ঠিক করা হবে।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
ওই অ্যাপের মাধ্যমে ক্রিকেটারদের থেকে জেনে নেওয়া হবে তাদের কারও পেটে ব্যথা বা ডায়রিয়াজনিত সমস্যা আছে কি-না। দুশ্চিন্তা, অনিদ্রা আছে কি-না। চোখ লাল কিংবা আঠাল হয়ে যায় কিনা। মুখের স্বাদ, নাকের গন্ধ চলে গেছে কিনা ইত্যাদি।
এছাড়া কোন ক্রিকেটার করোনার উপসর্গ আছে এমন করো সংস্পর্শে গেছেন কিংবা করোনা আক্রান্ত হয়েছেন এমন কারও সংস্পর্শে কখনও এসেছেন কিনা এগুলো নিরূপন করা হবে। তারপরে তাদের ভাগ করা হবে রেড, অরেঞ্জ এবং গ্রিন এই তিনভাগে।
এরপর স্বতন্ত্র এবং আস্তে আস্তে দলগত অনুশীলন করা যায় কি-না সে সিদ্ধান্ত হবে। অ্যাপের মাধ্যমে ক্রিকেটারদের শরীরের অবস্থা জেনে নেওয়া মাঠে অনুশীলন ফেরানোর প্রথম ধাপ। বাংলাদেশে এরই মধ্যে জাতীয় দলের দু’জন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। দেশে করোনা আক্রান্ত ছাড়িয়েছে এক লাখ ২৬ হাজার। মারা গেছেন ১৫শ’র বেশি লোক।