চীনে গত দুই সপ্তাহে ১০টি অঞ্চলে নতুন করে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণের তথ্য পাওয়া গেছে। এমন অবস্থায় দেশটিতে ফের সংক্রমণ শুরু হতে পারে। সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) পক্ষ থেকে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে এনডিটিভি।
রোববার চীনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনজন। এনএইচসি এ তথ্য জানিয়ে বলেছে, তিনজনই বিদেশফেরত। এ ছাড়া রোববার উপসর্গহীন ১৩ জন করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে।
সবমিলিয়ে চীনে ৯৬২ জন উপসর্গহীন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৯৮ জন বিদেশফেরত।
এনএইচসির মুখপাত্র মি ফেং বলেন, ১০টি প্রদেশ পর্যায়ের অঞ্চলে গত দুই সপ্তাহে নতুন করে সামাজিক সংক্রমণের তথ্য পাওয়া যাচ্ছে। তাদের বেশিরভাগই উপসর্গহীন।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
এর অর্থ হলো, চীনে পুনরায় মহামারি ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে এখনও।
চীন অবশ্য করোনাভাইরাসের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে। রাজধানী বেইজিংসহ দেশের বিভিন্ন অঞ্চলের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। যদিও সিনেমা হল বা থিয়েটারের মতো জনসমাগমস্থল এখনও বন্ধ রাখা হয়েছে।
রোববার চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে দেশটিতে সবমিলিয়ে চার হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৮৮০। তাদের মধ্যে ৪৮১ জন হাসাপাতালে চিকিৎসাধীন। বাকিরা সুস্থ হয়ে ফিরে গেছেন।
গত বছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)।