করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যখন থমথমে পুরো বিশ্ব। এরমধ্যেই আলোচনায় ইংল্যান্ডের আকাশে ধরা পড়া এক রহস্যময় ছবি৷ যেটা দেখতে অনেকটা আগুনের গোলার মতো। ফুটে ওঠা রহস্যময় ওই গোলা কোন বিমানের, নাকি কোন অশনিসংকেত তা নিয়েই শুরু হয়েছে চর্চা। সামাজিক মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ওই ঘটনার একটি ছবি। অনেকে ওই ছবি শেয়ার দিয়ে নানান মন্তব্য করছেন। কেউ বলছেন, লন্ডনের আকাশে সুপারম্যানের আবির্ভাব ঘটেছে৷ ডেইলি মেলে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ইংল্যান্ডের কেমব্রিজশায়ার শহরের বাসিন্দা ৫৫ বছরের গ্যারি আন্ডারউড নামের এক ব্যক্তি প্রথম আকাশে ওই আগুনের গোলা দেখেন।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
এরপর ওই গোলার ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন৷ ওই ব্যক্তির দাবি, ওই মুহূর্তে আকাশের চিত্রটা একদম বদলে গিয়েছিল৷ আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছিল কোনও জ্বলন্ত বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসছে৷ গ্যারি আন্ডারউডের মনে হচ্ছিল, ওই আগুনের গোলাটি ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসছে। বস্তুটির পেছনে আগুনের ল্যাজের মতো কিছু একটা তৈরি হয়েছিল৷ তবে কয়েক মুহূর্ত পরেই সেটা উধাও হয়ে যায়৷ আকাশে এক মিনিটের মতো ওটা দেখা যায় বলে দাবি তার। এ নিয়ে অবশ্য এখনও কোনো বিশেষজ্ঞের মতামত পাওয়া যায়নি।