অ্যান্টিবডি টেস্ট দিয়েই করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে কি-না তা বোঝা যায় কিন্তু জার্মানির পশুবিশেষজ্ঞ সংস্থার দাবি, করোনা পরীক্ষার জন্য তারা ট্রেনিং প্রাপ্ত কুকুরদের ব্যবহার করছে!
আর্মড ফোর্সের ৮টি কুকুর করোনা ভাইরাস সংক্রমিতদের চিনতে পারছে। দ্য ইউনিভার্সিটি অভ ভেটেরিনারি মেডিসিন হ্যানোভারের রিসার্চ অনুযায়ী- তাদের সামনে ১ হাজার জনকে হাজির করা হয়েছিল। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুররা ৯৪ শতাংশ করোনা রোগীকে সঠিকভাবে চিহ্নিত করেছে। খবর নিউজ এইটিন।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কাছে ১০০০ মানুষের মুখের লালারস পরীক্ষা ছিল। এর মধ্যেই মেশানো ছিল করোনা ভাইরাস সংক্রমিতদের লালারসও। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুররা স্যাম্পলের মধ্যে থেকে সঠিকভাবে করোনা সংক্রমিত স্যাম্পেল চিনতে পেরেছে।
রিসার্চারদের দাবি, করোনা ভাইরাস আক্রান্তদের খুব সহজেই চিনে নিতে পারবে কুকুররা। এর দ্বারা এয়ারপোর্ট, সীমান্ত পারাপার, স্টেডিয়ামের জায়গায় ব্যবহার করা যাবে কুকুরগুলোকে।
এই রিসার্চ চালিয়েছে জার্মান আর্মড ফোর্সেস ও হ্যানভর ভেটারনারি স্কুল যৌথভাবে। রিসার্চাররা জানান- এরপর তারা কুকুরদের ট্রেন করবে যাতে তারা ইনফ্লুয়েঞ্জা ও করোনা ভাইরাসের মধ্যে পার্থক্য করতে পারে।