৫ দশমিক ২ কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল একটি উল্কা পিণ্ড৷ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে এর গতিবেগ প্রতি ঘণ্টায় ১১,২০০ মাইল৷
ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, নাসা জানিয়েছে এই উল্কা পিণ্ড লম্বায় ২৫০ থেকে ৫৭০ মিটারের মতো৷ ১৩৫ মিটার চওড়া৷ এই উল্কা পিণ্ডের নাম রক -১৬৩৩৪৮ (২০০২ এনএন৪)৷ এই উল্কাটি পিণ্ড সূর্যের কাছ থেকে পৃথিবীর কক্ষের দিকে আসছে৷ সেন্টার ফর আর্থ অবজেক্ট স্টাডিজের মত অনুসারে, এই উল্কা থেকে ক্ষতি হওয়ার সম্ভবনা ক্ষীণ৷
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
নাসার বিজ্ঞানীদের মতে, এই উল্কার পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভবনা ১ শতাংশের চেয়েও কম৷ তারপরেও এর ওপর কড়া নজর রাখছেন বিজ্ঞানীরা৷ কখনও কখনও মহাকর্ষের কারণে একদম শেষ সময়ে পৃথিবীর কাছে চলে আসে৷ রোববা সকাল ৮.২০ মিনিটে এই উল্কাটি যাবে৷ বিশাল আকারের উল্কাটি ২০২৪ সালে পৃথিবীর এত কাছ দিয়ে যাবে৷
ন্যাশনাল নিয়ার আর্থ অবজেক্ট স্ট্র্যাটেজি বিভাগের মতে, এক কিলোমিটারের চেয়ে বড় কোনও উল্কা এলেই অ্যালার্ট জারি করা হয়৷ কারণ এত বড় উল্কা যদি পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটায় তাহলে ধ্বংসাত্মক ক্ষতি হতে পারে৷ এর ধাক্কায় ভূমিকম্প, সুনামি, আরও বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় তৈরি হতে পারে ৷ ডাইনোসর পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাওয়ার মূলেও এ ধরনের সংঘর্ষই দায়ী ছিল ৷