ভারতের উত্তরপ্রদেশের মেরুঠ মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে থেকে করোনা রোগীদের রক্তের নমুনা ছিনিয়ে পালালো একটি বানর।
জানা গেছে, হাসপাতালের ল্যাবে হঠাৎ একটি বানর প্রবেশ করে সেখানকার ল্যাব টেকনিশিয়ানের উপর হামলা করে, সেখান থেকে ৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর রক্তের নমুনা রাখা শিশি এবং সার্জিক্যাল গ্লাভস ও মাস্ক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা গেছে, বানরটি মেরঠ হাসপাতাল চত্বরে একটি গাছের উপরে বসে সার্জিক্যাল গ্লাভসগুলো চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
মেরঠ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান ড. এসকে গর্গ বলেছেন, নমুনাগুলো কভিড পরীক্ষার নমুনা ছিল না। তবে রোগীদের থেকে কিছু রক্তের নমুনা রুটিন টেস্টের জন্য নেওয়া হয়েছিল।
তিনি জানান, করোনাভাইরাসের নমুনাগুলি খোলা জায়গায় নয়, কোল্ড চেইন বাক্সেই সংরক্ষণ করা হয় । সেভাবেই সেগুলো নিয়েও যাওয়া হয়। তিনি বলেন, চুরি হওয়া ওই নমুনার মধ্যে কোনও লালারসের নমুনা নেই। এ কারণে স্থানীয়দের করোনা সংক্রমণ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি আরও বলেন, মানুষের থেকে বানরের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে এমন কোনও প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে তিনদিন আগে ঘটনাটি ঘটলেও সামাজিক মাধ্যমে প্রকাশের পর তা জানা গেছে শুক্রবার। ঘটনা জানাজানি হওয়ার পরে উত্তরপ্রদেশের হাসপাতালে বানরের হামলার কথা স্বীকার করে নেয় হাসপাতালটির কর্তৃপক্ষও। তবে তারা চুরি যাওয়া রক্তের নমুনায় কোনো লালারস ছিল না বলেও আশ্বস্ত করেন।