নিজেদের সাধ্য অনুযায়ী করোনা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন চিত্রনায়িকা পপি ও বিদ্যা সিনহা মিম।
পপি এরইমধ্যে নিজ বাড়ি খুলনায় শ্রমিক ও দিনমজুরদের মধ্যে জীবাণুনাশক বিতরণ করেছেন। সাধ্যমতো খাদ্যদ্রব্যও দিয়েছেন।
এ প্রসঙ্গে পপি বলেন, ‘আমি আমার এলাকার সাধারণ মানুষকে করোনার ভয়াবহতা বুঝানোর চেষ্টা করেছি। কারণ করোনাভাইরাস সম্পর্কে জানলেও এর ভয়াবহতা থেকে নিজেদের কীভাবে রক্ষা করতে হয় তা তারা জানেন না। তাই তাদের নানা ধরনের পরামর্শ দেয়ার পাশাপাশি তারা যেন নিজেদের নিরাপদ রাখতে পারে সেজন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।’
এদিকে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। তিনি নিজ গ্রামের বাড়ি রাজশাহীর ৫০০ পরিবারের দায়িত্ব নিয়েছেন।
আরো খবর:
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
এ প্রসঙ্গে মিম বলেন, ‘আমার মামার মাধ্যমে নিয়মিত এই পাঁচশত পরিবারের মধ্যে নগদ টাকা, খাবার সরবরাহ করছি । এটা আমার দায়িত্ববোধের জায়গা থেকেই করছি। আমি চাই তারা ভালো থাকুক, তারা যেন ক্ষুধার জ্বালায় কষ্ট না পায়। যাদের সামর্থ্য আছে তারা প্রত্যেকেই এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ালে হয়তো সাধারণ মানুষের কষ্ট দূর হবে।’