নিউইয়র্ক সিটিতে করোনায় মৃতের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে কয়েক হাজার বেশি বলে জানা গেছে এক গবেষণা প্রতিবেদনে। সোমবার ইউনাইটেড স্টেটস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর (সিডিসি) প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ১১ মার্চ থেকে ২ মে পর্যন্ত সময়ের মধ্যে নিউইয়র্ক সিটির বিগ অ্যাপল এলাকায় কম পক্ষে ২৪ হাজার ১৭২ জন মারা গেছে। সিডিসির বিশ্লেষকরা বছরের ওই সময়টাতে ওই এলাকায় যতজন মানুষ মারা যেতে পারে বলে আশা করতে পারেন, এই সংখ্যা তার চেয়ে বেশি।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
তবে সে সময়ের মধ্যে সিটি কর্তৃপক্ষ ১৮ হাজার ৮৭৯ জনের মৃত্যুর খবর দিয়েছে। এর মধ্যে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা ১৩ হাজার ৮৩১। অন্যান্য কারণে ৫ হাজার ৪৮।
প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত ৫ হাজার ২৯৩টি মৃত্যুকে করোনাসংক্রান্ত সরাসরি কিংবা সম্ভাব্য মৃত্যু হিসেবে শনাক্ত করা হয়নি।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক। এই রাজ্যে মোট ২৬ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।