পাবনার সুজানগর উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের দুর্গাপুর খন্দকারপাড়ার বাসিন্দা।
স্থানিয়ো সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের একটি ট্রেক্সটাইল মিলে কর্মরত ছিলেন আক্রান্ত ব্যক্তি। তার কর্মস্থল থেকে অসুস্থ অবস্থায় গত ১০ দিন আগে তার নিজ বাড়ি আসেন তিনি। পরে স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে দুইদিন পরই চিকিৎসার জন্য ঢাকাতে পাঠিয়ে দেয়। এ সময় তার পরিবারের পক্ষ থেকে তার জন্ডিস হয়েছে বলে দাবি করা হয়।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
পরে ঢাকায় গিয়ে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনা পজিটিভ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন, সুজানগর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সেলিম মোরশেদ । বর্তমানে সে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন।
সুজানগর উপজেলায় প্রথম এ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রোববার বিষয়টি জানার পরপরই উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল গিয়ে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ গ্রামটি লকডাউন ঘোষণা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি.দা.) আসিফ আনাম সিদ্দিকী জানান, আক্রান্ত ব্যক্তির পরিবারের সাত সদস্যের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হবে ।