গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ২৫২৩ জনের শরিরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এবং গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৩ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ৮৪৪ জন, এবং মোট মৃতের সংখা ৫৮২ জন ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ১৫ জনে।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
২৯/০৫/২০২০ শুক্রবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৯টি ল্যাবে ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করে ২৫২৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।