নড়াইল প্রতিনিধি: করোনার এই দুর্যোগ মুহুর্তে নড়াইলে হতদরিদ্র কৃষানির ধান কেটে দিয়েছেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা।
বুধবার (১৩ মে) সকালে সদর উপজেলার মূলিয়া মাঠে দরিদ্র কৃষানী আলতা রানী একবিঘাসহ অন্য আরো কৃষকের ধান কেটে দেন।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শাহাজাহান আলী মৃধা, জেলা কমিটির সদস্য সুনীল বিশ্বাস,মূলিয়া ইউনিয়ন কমিটির সদস্য ভক্ত মন্ডল,অধ্যাপক আতিয়ার রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা ধান কাটার কাজে অংশগ্রহণ করেন।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকে নজরুল ইসলাম বলেন, ‘ বিশ^ব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আমাদের দেশেও প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। করোনার দুশ্চিন্তার পাশাপাশি মাঠে কৃষকের ধানা কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। বিভিন্ন এলাকায় ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছে। ধান কাটার কাজ অব্যাহত থাকবে।