খাগড়াছড়ির দীঘিনালায় করোনায় আক্রান্ত প্রথম ও একমাত্র ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। শুক্রবার রাত ১০ টায় তথ্যটি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। তিনি জানান, শনিবার আনুষ্ঠানিকভাবে উপজেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ওই ব্যক্তিকে ছাড়পত্র দেয়া হবে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, কোন উপসর্গ না থাকার পরও গত ২৯ এপ্রিল দীঘিনালা উপজেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা নারায়নগঞ্জফেরত ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়। এরপর ৩০ এপ্রিল দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত ওই ব্যক্তিসহ তার সংস্পর্শে থাকা ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
গত ২ মে আক্রান্ত ব্যক্তিসহ সবার নমুনার ফল নেগেটিভ আসে। পরে ৩ মে তৃতীয় দফায় নমুনা আক্রান্ত ব্যক্তির সংগ্রহ করা হলে শুক্রবার রাতে ওই ফলও নেগেটিভ আসে।
সিভিল সার্জন জানান, খাগড়াছড়ি জেলায় ৮ মে পর্যন্ত একজন করোনা আক্রান্ত ছিলেন। দ্বিতীয় ও তৃতীয় নমুনার ফল নেগেটিভ আসায় তিনি এখন পুরোপুরি সুস্থ ।তিনি বলেন, জেলায় এখন পর্যন্ত আর কোন করোনা পজেটিভ রোগী নেই।
খাগড়াছড়িতে শুক্রবার পর্যন্ত ২৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৬০ জনের ফল নেগেটিভ এসেছে। বাকী নমুনার ফল এখনও পাওয়া যায়নি।