কেরোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকার ঘোষিত লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষেরা ত্রাণ না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টাঙ্গাইলের ঘাটাইলের দূস্থ পরিবারের সদস্যরা। সোমবার সকালে ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে প্রায় দেড় ঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখেন তারা । পরবর্তিতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যানের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
বিক্ষোভকারীদের অভিযোগ , তারা এখনো কোনো সরকারি খাদ্য সহায়তা পাননি। ঘরে খাবার নেই, সন্তানরা না খেয়ে রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ কেউ কোনো খোঁজ খবর নিচ্ছেন না্।খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্তনা দেন এবং তিনি দ্রুত সময়ে তাদের খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, তাদের নাম ঠিকানা সংগ্রহ করে তাদের নামের তালিকা উপজেলায় পাঠাতে বলা হয়েছে। তাদের ঘরে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।