নড়াইল প্রতিনিধি: নড়াইলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বেকার হয়ে পড়া মধ্যবিত্ত-আয়ের মানুষের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের পুরাতন বাস টার্মিনালে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, সদর উপজেলা সহকারী কমিশনার কৃষ্ণা রায়,নড়াইল পৌরসভার ১নং প্যানেল মেয়র মো: রেজাউল বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মলয় কুন্ডু উপস্থিত ছিলেন।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
এর আগে বুধবার সন্ধ্যায় জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান নড়াইল পৌরসভার কুড়িগ্রাম-ভওয়াখালী এলাকার কার্ডধারীদের বাড়ি বাড়ি গিয়ে ১০টাকা কেজি দরের চাল প্রাপ্তির কার্ড পৌঁছে দেন। জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়,বিশেষ ওএমএস’র আওতায় নড়াইল পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৩হাজার ৬শ’ পরিবারকে কার্ড দেয়া হয়েছে।প্রতি পরিবার ১০টাকা কেজি দরে মাসে ২০ কেজি করে চাল পাবেন। জেলা প্রশাসক বলেন,আসন্ন রমজানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য বিভাগের মাধ্যমে সমাজের সল্পআয়ের মানুষের মাঝে ১০টাকা কেজি দরের চাল বিক্রি শুরু হয়েছে।চাল বিক্রির উদ্বোধনকালে তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে ঘরে থাকার আহবান জানান।