গোপালগঞ্জের কাশিয়ানীতে চায়ের দোকানদারকে দোকান খুলতে বাধ্য করে চা খাওয়া ও আড্ডা দেয়ায় এক আওয়ামী লীগ নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে শেখ ইলিয়াস (৪৫) নামে আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ । ইলিয়াস ডোমরাকান্দি গ্রামের মৃত শামছুল হকের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
জানা যায়, আওয়ামী লীগে নেতা ইলিয়াস শেখ সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার সাতাশিয়া বাজারের চায়ের দোকানদার ইলিয়াস কাজীতে চা খাওয়ার জন্য দোকান খুলতে বাধ্য করেন। পরে লোকজন নিয়ে সেখানে আড্ডা দেন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ সামাজিক দূরত্ব লঙ্ঘন করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খুলিয়ে চা খাওয়া ও আড্ডা দেয়ায় ইলিয়াসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।