কুড়িগ্রামের উলিপুরে আকস্মিক কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে তিনটি ইউনিয়নের ৭টি গ্রামের প্রায় ২৫টি ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে এসব এলাকার ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমির ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে। জানা যায়, গত ১৯ এপ্রিল রবিবার গভীর রাতে তিস্তা নদী বেষ্টিত উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াইপির, হোকডাঙ্গা, কিশোরপুর, রামনিয়াসা, জুয়ানসেতরা, দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া মাঝিপাড়া ও বজরা ইউনিয়নের পূর্ব বজরা গ্রামে আকস্মিক দমকা হাওয়া ও ঝড় শুরু হয়।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
ঝড়ে এসব এলাকার প্রায় ২৫টি ঘর-বাড়ি,শতাধিক গাছপালা ও কৃষকের আধাপাকা ধান, পাটসহ সবজি ক্ষেত লণ্ডভণ্ড হয়ে যায়। এসব এলাকার কয়েকটি স্থানে গাছ তারের ওপর পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। থেতরাই ইউপি চেয়ারম্যন আইয়ুব আলী সরকার বলেন, রবিবার রাত তিনটার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে এসব বাড়ি ঘর ও আবাদি জমির ক্ষতি হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজ খবর নেয়া হবে।