শাকিল আহমদেঃ করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত আইন অমান্য করে নীলফামারীর ডিমলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা নিয়মিতভাবে পালাক্রমে পন্য ক্রয় বিক্রয় করছে। মানছে না বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের অনুরোধও।
এসব দোকান পাট ও বাজার মনিটরিং করতে মঙ্গলবার ডিমলার বাবুরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়।
এসময় সামাজিক দুরত্ব নিশ্চিত, কাঁচা বাজারে নিয়ন্ত্রন সহ সরকার ঘোষিত দোকান বন্ধে অনিয়ম করায় তিন ব্যবসায়ীকে পাঁচশত টাকা করে জরিমানা করা হয়।
আরো খবর:
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
সাধারণ ব্যবসায়ীরা বলেন, সরকার ঘোষিত এ নিয়ম সবার জন্য প্রযোজ্য। কিন্তুু অনেক ব্যবসায়ী কাউকে তোয়াক্কা না করে অনৈতিক ভাবে চুপিসারে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রশাসনের এ অভিযানকে আমরা সাধুবাদ জানাই।
উপজেলা নির্বাহী কর্মকতা জয়শ্রী রানী রায় বলেন, ব্যবসায়ীদের বারবার অনুরোধ করা সত্বেও তারা নিয়ম মানছেন না। যা আমাদের জন্য অনেক বড় বিপদ হতে পারে। ব্যবসায়ীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, আপনারা নিরাপদ দুরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করবেন। ঘরে থাকবেন ও নিরাপদ থাকবেন।