ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি) এর নায্যমূল্যে বিক্রিকৃত মালামাল খোলা বাজারে বিক্রির অভিযোগে ডিলার ও দোকানদার কে আটক করেছে পুলিশ। আটককৃতদের আইনী প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হচ্ছে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি টিম মঙ্গলবার (১৪এপ্রিল) সকালে সদরের নাকশী বাজারের “মেসার্স শিকদার স্টোর” এর গোডাউনে টিসিবির মালামাল মজুদের খবর পায়। পরে ঐ দোকানে অভিযান চালিয়ে টিসিবির সিলমারা বস্তায় ২৪ বস্তা ছোলা ও ১৮ বস্তা চিনি জব্দ করে। এসময় সরকারী নায্যমূল্য পন্য রাখার দায়ে দোকান মালিক মো.লিটন সিকদারকে আটক করে পুলিশ।
আটক লিটন সিকদার মালামালগুলো রূপগঞ্জ বাজারের টিসিবি ডিলার পরিতোষ কুন্ডর কাছ থেকে কেনা বলে জানায়। এই তথ্যের ভিত্তিতে টিসিবি পন্য খোলা বাজারে বিক্রির অপরাধে ডিলার পরিতোষ কুন্ডুকে আটক করে পুলিশ।
আরো খবর:
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম জানান, সরকারী নায্যমূল্য সাধারন মানুষের সরকার নির্ধারিত মূল্যে পাবার কথা, এগুলো বাইরে বিক্রি আইনত নিষিদ্ধ। এদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।