কালিয়া (নড়াইল) || নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর এলাকার একটি গ্যারেজ থেকে চোরাইকৃত ১৬টি ব্যাটারিচালিত ইজিভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলামকে (৫৫) আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে ভ্যানগুলো উদ্ধার করে পুলিশ। রবিউল কালিয়ার চাঁদপুর এলাকার আজগর শেখের ছেলে।
পুলিশ জানায়, চোরাইকৃত ভ্যানগুলো রবিউল ইসলামসহ তার সহযোগীরা খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি করে বেচাকেনা করে থাকে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় মামলা হয়েছে।
কালিয়া থানার ওসি (তদন্ত) হরিদাস রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিউলের গ্যারেজে অভিযান চালিয়ে চোরাইকৃত ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার সহ তাকে আটক করা হয়েছে। মামলার আলামত হিসাবে উদ্ধারকৃত ব্যাটারিচালিত ভ্যানগুলো সোনাডাঙ্গা থানায় প্রেরণ করা হয়েছে।