কালিয়া, নড়াইল || নড়াইলের কালিয়ায় নিজ বাড়িতে এক গৃহবধু ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৩০ সেপ্টেম্বর রাতে উপজেলার জয়নড়ার ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের ওই ঘটনায় রবিবার ধর্ষিতা নিজে বাদি হয়ে একই গ্রামের রবকত মুন্সিকে আসামী করে উপজেলার নড়াগাতি থানায় মামলা দায়ের করেছে।
বরকত মুন্সি ওই গ্রামের শওকত মুন্সির ছেলে।
মামলার বিবরনে জানা যায়, ধর্ষিতা গৃহবধু তার বাবার বাড়িতে থাকার সময় ওইদিন বিকালে তার বাবা-মা তাকে ও তার ছোট বোনকে বাড়িতে রেখে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ঘরের গ্রিল ভেঙে ঘরে ঢোকে অতর্কিতভাবে জোর করে তরুণীকে ধর্ষণ করে। তরুণীর চিৎকারে পাশের রুমে থাকা তাঁর ছোট বোন এগিয়ে এলে ওই তরুণ সটকে পড়ে। বাবা মা বাড়িতে ফিরে আসার পর তিনি বরকত মুন্সিকে আসামী করে মামলাটি দায়ের করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, ওই গৃহবধুকে ধর্ষনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ধর্ষককে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।