লোহাগড়া (নড়াইল) || নড়াইলের লোহাগড়ায় ছাত্রলীগ নেতা জহিরুল হত্যার ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে এ হতার বিচার দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রলীগ।
আজ রোববার সকাল ১১টার দিকে লোহাগড়া-নড়াইল সড়কে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়। এরপর লোহাগড়া শহরে বিক্ষোভ মিছিল হয়। উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য দেন পৌর ছাত্রলীগের সহসভাপতি শেখ সগিরউদ্দিন, ছাত্রলীগ নেতা এস এম মুজাহিদুল ইসলাম, শেখ সোহান, মো. রবিউল ইসলাম, মো. এনামুল হক, মো. জসিম শেখ ও শেখ মো. নাসিম এবং শ্রমিকলীগ নেতা মো. মিজানুর রহমান।
আরো খবর:
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।’
উল্লেখ্য, আধিপত্য বিস্তরের জেরে গত শুক্রবার সন্ধ্যায় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় শেখ জহিরুল ইসলাম ওরফে রেজওয়ানকে (৩০)। জহিরুল দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের কুমড়ি গ্রামের সাইফুল শেখের ছেলে।