জামান হোসেন, কালিয়া || নড়াইলের কালিয়ায় গাজা বিক্রির সময় দুজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হল উপজেলার বড়কালিয়া গ্রামের দুলাল জমাদ্দারের ছেলে বিপ্লব জমাদ্দার ও ছোটকালিয়া গ্রামের যতিন রবি দাশের ছেলে রাজেশ রবি দাশ।
কালিয়া থানার এএসআই সায়েম উদ্দিন জানান, ৬ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে উপজেলার বড়কালিয় গ্রামে অভিযান চালিয়ে দুলাল জমাদ্দারের উঠান থেকে বিপ্লব ও রাজেশ কে গাজাসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬১ পুরিয়া (১০৫ গ্রাম) গাজা উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির বেশকিছু টাকাও উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের ঘটনায় কালিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।