বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা দেশবাসিকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বৈশিক মহামারি করোনা ভাইরাস থেকে নিজেদের রক্ষার জন্য ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।
তিনি যারা আক্রান্ত হয়েছেন তিনি তাদের দ্রæত সুস্থতা কামনা করেন এবং যারা সুস্থ্য আছেন তাদের সাবধানে থাকার আহবান জানান। এছাড়া যারা মৃত্যুবরন করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। শনিবার (১ আগস্ট) সকালে নড়াইল সদর উপজেলা পরিষদ মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পুলিশ লাইনস্ জামে মসজিদে, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু পুলিশ ফাঁড়ি জামে মসজিদে ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন। নড়াইলের বিভিন্ন মসজিদে সামাজিক দুরত্ব বজায় রেখে মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।