বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে সারা বছর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইল কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্ম সূচি পালিত হয়।
১০ জুলায় শুক্রবার সকালে কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জামান হোসেন জন এর নেতৃত্বে সালামাবাদ গ্রামের আভ্যন্তরিণ বিভিন্ন সড়কের পাশদিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতাকর্মিরাও উপস্থিত ছিলেন।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জামান হোসেন জন বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং কালিয়া উপজেলার চেয়ারম্যান বাবু কৃষ্ণ পদ ঘোষের সার্বিক সহযোগিতায় আমাদের এই চলমান কর্মসূচি অব্যাহত থাকবে, পরবর্তিতে আমরা উপজেলার অন্যান্য গ্রামেও বৃক্ষ রোপণ করবো।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে ৬ জুলাই সোমবার সকালে কালিয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাজার প্রাঙ্গনের বিভিন্ন খোলা জায়গায় শতাধিক বৃক্ষের চারা রোপণ করা হয়।