চাঁদপুরে আরও ৪২ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৭ জনে। এর মধ্যে মারা গেছেন ৫৬ জন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, ২৮ জুন রোববার ১০৬ জনের নমুনা পরীক্ষার ফল এসেছে। এর মধ্যে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ , হাজীগঞ্জে মৃত একজনসহ ৭ , ফরিদগঞ্জে ৫ , মতলব দক্ষিণ উপজেলায় ৭, মতলব উত্তর উপজেলায় ১ , কচুয়া উপজেলায় ১ জন এবং হাইমচর উপজেলায় ৭ জন করোনা রোগী রয়েছেন।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩২১ জন, হাইমচর উপজেলায় ৬৯ জন, মতলব উত্তর উপজেলায় ৬২ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৯৫ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৮৩ জন, হাজীগঞ্জ উপজেলায় ৮৯ জন, কচুয়া উপজেলায় ৩৫ জন, শাহরাস্তি উপজেলায় ৯৩ জন রয়েছেন।