কালিয়া, নড়াইল || নড়াইলের কালিয়ায় তারুণ্যের অহংকার নড়াইলের ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা ও তার পরিবারে সকলের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ওই দোয়া মাহফিলের আয়োজন করেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক এম সোহাগ। মাওলানা হাফিজুর রহমান দোয়া পরিচালনা করেন।
দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদের সাবেক সদস্য একরামুল হক টুকু, নড়াইল জেলা আওয়ামীলীগের সদস্য ওয়াহিদুজ্জামান হিরা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এমদাদুল হক টুলু, সাংগঠনিক সম্পাদক মানিরুল ইসলাম, সালামাবাদ ইউপির চেয়ারম্যান শামীম আহম্মেদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কামাল মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জামান হোসেন জন, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইমরান মোল্যা, কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি এম এম পাভেল, ছাত্রলীগ কর্মী তানভিরুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান শামীম আহম্মেদ বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে নড়াইল তথা দেশবাসীর দোয়ায় মাশরাফি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। বরাবরের মতো নড়াইলবাসীর জন্য কাজ করে যাবেন।’
বক্তারা করোনা বিষয়ে সচেতনামূলক বক্তব্য রাখেন। এসময় উপস্থিত সকলকে মাস্ক বিতরন করা হয়।