নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩জনের বাড়ি সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে এবং ৩জনের বাড়ি কালিয়া উপজেলার বিভিন্ন গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামের শেখ নয়ন ঢাকা থেকে বাড়িতে আসে। আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
তিনি আরও বলেন, এ নিয়ে জেলায় সর্বমোট ৮জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ ৫৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮চিকিৎসকসহ ২০জন ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন এবং দুইজন মারা গেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্তরা হলেন নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামের শেখ নয়ন, তার প্রতিবেশী মঞ্জুর ও ফিরোজা এবং কালিয়া উপজেলার মীর্জাপুর গ্রামের আসাদুজ্জামান, পৌর এলাকার অর্পিতা বিশ^াস ও বীভা রানী দাস।