নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ চারজনের বাড়ি নড়াইল লোহাগড়া উপজেলায়। করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তরা হলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের ইমদাদ, ইতনা গ্রামের ফরিদা, শালনগর গ্রামের আজিজুল ইসলাম ও গোপিনাথপুর গ্রামের কিবরিয়া আলম। করোনা শনাক্ত লোহাগড়ার গোপিনাথপুর গ্রামের গোলাম কিবরিয়ার মোবাইল বন্ধ থাকায় তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
ডাঃ মোঃ আবদুল মোমেন বলেন, আক্রান্তদের মধ্যে তিনজনই ঈদের ছুটিতে ঢাকার বিভিন্ন এলেকা থেকে বাড়িতে এসেছে। তিনি বলেন, এ নিয়ে জেলায় সর্বমোট ৮জন চিকিৎসকসহ ২৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮চিকিৎসকসহ ১৫জনের ইতিমধ্যে করোনার রিপোর্ট নেগেটিভ হয়ে সুস্থ্য হয়েছেন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন মোট ৬জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৪জন এবং বিশ্বজিত রায় চৌধুরী নামের এক ব্যক্তি ইতিপূর্বে মারা গেছেন।