এ আর আহমেদ হোসাইন: আজ ৩১মে রবিবার এসএসসি ও এসএসসি সমমান পরিক্ষার ফল প্রকাশিত হয়েছে, কুমিল্লা দেবীদ্বার উপজেলার এসএসসি, দাখিল, ভোকেশনাল শাখার ৮০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরিক্ষার্থী ৬,১২৫ জনের মধ্যে পাসের সংখ্যা-৫১৭৯ জন, মোট জিপিএ-৫ পেয়েছে-২৭৫ জন।পাশের হার- ৮৪.১৭% ।
দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ৭৯ জন পরিক্ষার্থীর মধ্যে ৭৯ জনই পাশ করেন এবং জিপিএ-৫, ২৪ জন পেয়ে উপজেলার শীর্ষ স্থান অধিকার করে। ওই দিকে ৮০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪৯ টি উচ্চ বিদ্যালয় ও ৩১টি মাদ্রাসা শাখা। উচ্চ বিদ্যালয় শাখা থেকে শত ভাগ পাশ করেছেন ৪ টি প্রতিষ্ঠান। রেয়াজউদ্দী পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ৩১০ পরিক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাশ করেন ও জিপিএ-৫, ৬২ জন পেয়ে উপজেলার ২য় স্থান, ৪৩ জন জিপিএ-৫ পেয়ে ৩য় স্থান অর্জন করেন মফিজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
শত ভাগ পাশ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, জাফরগন্জ বেগম মাজেদা আহসান মুন্সী উচ্চ বিদ্যালয় ৬৩ জন পাশ ও ৭ টি জিপিএ-৫ পাপ্ত। খয়রাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, ৩৯ জন, গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউটশন ১০০ জনের মধ্যে ১০০ জনই পাশ ও ৪ জন জিপিএ -৫ পেয়েছেন।
উপজেলায় মোট ৫১৭৯ জন পাশের মধ্যে ৩১টি দাখিল মাদ্রাসার শাখায় পাশ করেন ৯২৫ জন, মোট জিপিএ-৫ পেয়েছেন- ২৫জন। ৮ টি মাদ্রাসায় শত ভাগ পাশ করে। শত ভাগ পাশের মধ্যে সাহাড় পাড় গাউসুল আজম ৩০ জন,এলাহাবাদ ডি,জে এস দাখিল মাদ্রাসা ৪০ জন, তুলাগাও মাদ্রাসা ৫৪ জন, চন্দনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ১৩ জন, নবিয়াবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ২২জন, দেবীদ্বার ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ২৫ জন, ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা ৪৬ জন, ছৈয়দপুর কামিল মাদ্রাসা ৩৪ জন। ওই দিকে ভোকেশনাল শাখায় ৩৯৯ জন শিক্ষার্থীর মধ্যে ২২৯ জন পাশ ও ৬ জন জিপিএ-৫ অর্জন করেন।
মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহ বলেন, কুমিল্লা বোর্ডের পাশের হার-৮৫.২২% জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৪৫ জন, গতবারের তুলনায় আমরা ভালো করেছি।