এ আর আহমেদ হোসাইন: কুমিল্লা দেবীদ্বার ৮ নং জাফরগন্জ ইউনিয়ন ভিরাল্লা গ্রামের করোনা ভাইরাএস আক্রান্ত হয়ে মারা যাওয়া বেক্তির দাফন সম্পন্ন করলো ছাত্রলীগের ওরা ৪১টিম। শুক্রবার ভোর ৫ টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকার গ্রীন লাইফ হসপিটালে ইন্তেকাল করেন খসরুল আলম রিপনের খান।
সকাল সাড়ে ১০ টায় তার নিজ গ্রামের বাড়ি ভিরাল্লার পারিবারি কবর স্থানে ধর্মীয় রীতি নীতি মোতাবেক ছাত্রলীগের ওরা ৪১ টিম’র সদস্যগন জানাযা শেষে দাফন সম্পন্ন করেন।
বৈশ্বিক মহামারী করোনা যুদ্ধে প্রান হারানো বেক্তিদের দাফনে এগিয়ে এসেছে জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক তার সহযোগী ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে ওরা ৪১ টিম গঠন করেন।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান’র ফোন পেয়ে ‘ওরা ৪১’ টিম লিডার আবু কাউছার অনিক তার নেতৃত্বে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আনোয়ার হোসেন বাপ্পু, সদস্য সাদ্দাম হোসেন, সদস্য আমির হোসেন, হাফেজ তোফায়েল, হাফেজ নাজীম উদ্দীন, কারী কামাল উদ্দীন, মাওলানা খালিদ,পৌর ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান’র উপস্থিতে দাফনের কাজ সম্পন্ন হয়।
জেলা ছাত্রলীগ আবু কাউছার অনিক বলেন, কুমিল্লা-৪ দেবীদ্বারের নির্বাচিত (এমপি) রাজী মোহাম্মদ ফখরুল’র নির্দেশে – মৃত ব্যাক্তি হিন্দু, মুসলিম,বৌদ্ধ ও খৃষ্টান যে ধর্মেরই হউক না কেন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী “ওরা ৪১টিম” লাশকে প্রাপ্ত সম্মানের সাথে সমাধী করন করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, এই বিপন্ন মুহূর্তে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল’র দলীয় ছাত্রলীগের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।