নড়াইল প্রতিনিধিঃ নড়াইল পৌরসভা এলাকায় ২০০ অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী মুশফিকুর রহমান। ব্যক্তিগত অর্থায়নে চাউল, সেমাই, চিনি, লবন ও সাবানসহ অন্যান্য জিনিসপত্র দিয়েছেন তিনি। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের জেলা সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
করোনাভাইরাসের এই কঠিন সময়ে খাদ্যসামগ্রী পেয়ে খুশি হন অসহায় ওই ২০০ পরিবার।
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মুশফিকুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে যে যার অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। আমিও সেই দায়িত্ববোধের আলোকে অসহায় পৌরবাসীকে খাদ্যসামগ্রী দিয়েছি।