খাদ্যসামগ্রীর পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে গনজমায়েত এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখার কর্মসূচী বাস্তবায়নের জন্য এবার নড়াইলের কালিয়ায় কৃষি প্রনোদনার ধানবীজ ও সার কৃষকদের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ।
২০২০-২১ অর্থ বছরের খরিপ মৌসুমের আউস ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ৭৩০ জন কৃষকের বাড়ি বাড়ি পৌছে দিতে শুরু করেছে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা।
এসময় উপস্থিত ছিলেন কালিয়া পৌরসভার মেয়র মুশফিকুর রহমান লিটন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরে আউস ধানের ফলন বৃদ্ধির লক্ষে উপজেলার ৭৩০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানবীজ, ২০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার বরাদ্দ দেয় সরকারের সংশ্লিষ্ট বিভাগ। করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নিয়োজিত উপসহকারি কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তালিকা ভুক্তো কৃষরকদের বাড়ি বাড়ি কৃষিসামগ্রী পৌছে দেয়ার কাজ শুরু করেছে কৃষি বিভাগ। প্রথম দিনে তারা উপজেলার ২ শতাধিক কৃষকের বাড়িতে কৃষি সামগ্রী পৌছে দিয়েছেন বলে ওই সূত্র জানিয়েছে।
আরো পড়ুন:
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
উপজেলা কৃষিকর্মকর্তা সুবির কুমার বিশ্বাস বলেন, করোনা দূর্যোগ মোকাবিলায় সরকারের সকল বিভাগের পাশাপাশি কৃষি বিভাগও নিয়োজিত রয়েছে। তাই আউষের উৎপাদন বৃদ্ধির লক্ষের জনসমাগম এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কৃষকদের বাড়ি বাড়ি ধানবীজ ও সার পৌছে দিচ্ছে কালিয়া উপজেলা কৃষি বিভাগ।