২০১৯ সালে পাবনায় অন্যান্য চরমপন্থীদের সাথে আত্মসমর্পনকারি নড়াইলের দুইজন প্রকৃত চরমপন্থীর পুনর্বাসনের লক্ষে তাদের মাঝে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার চেক হস্তান্তর করেছেন নড়াইল-১ আসনের এমপি মোঃ কবিরুল হক মুক্তি। নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ চেক বিতরণ করেন।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
এসময় নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু উপস্থিত ছিলেন। পুনর্বাসিতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবু বক্কার শেখের ছেলে মুরাদ শেখ এবং খড়রিয়া গ্রামের হবি মীরের ছেলে শহীদ মিরান। প্রত্যেককে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার ৫০হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।