কালিয়া, নড়াইল || নড়াইলের কালিয়া পৌরসভায় করোনার প্রাদুর্ভারের কারণে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র এক’শ টি পরিবারের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় আবাহনী ক্রীড়া চক্র কার্যালয় চত্বরে নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন খান নিলুর উপহার হিসেবে এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অসহায় খেটে খাওয়া মানুষের পাশে আর্থিক ও খাদ্য সামগ্রী নিয়ে বরাবরই অসহায় ও দুস্থদের পাশে নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। তারই ধারাবাহিকতায় আজ কালিয়া পৌর সভায় এই সহযোগীতার হাত বাড়ান।
আরো খবর:
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
কালিয়া পৌর সভায় কর্মহীন হয়ে পড়া শতাধিক পরিবারের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন, বাংলাদেশ আ’লীগ জাতীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ইকরামুল হক টুকু, নড়াইল জেলা আ’লীগের সাবেক সহসভাপতি মো.শাহীদুল ইসলাম শাহী, নড়াগাতী থানা আ’লীগের সভাপতি সালাউদ্দিন বশির, জেলা আ’লীগের সদস্য সৈয়দ শেখ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.ওয়াহিদুজ্জামান হীরা, ইলিয়াচাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ মল্লিক, কালিয়া উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি রকিব শেখ, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জামান হোসেন জন প্রমুখ।