করোনার প্রভাবে যারা বাইরে উন্নত চিকিৎসা নিতে পারছেন না, তাদের কথা ভেবে বাংলাদেশ সেনাবাহিনী সামাজিক দূরত্ব বজায় রেখে উন্নত ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হযেছে। নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর মডার্ণ একাডেমীর মাঠে যশোর সেনাবাহিনীর ৫৫পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৭১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর পরিচালনায় রবিবার (১৭মে) দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ৫৫পদাতিক ডিভিশনের ৫৫ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আই.কে.এম মোস্তাহসেনুল বাকী।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
এসময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, মেজর দেওয়ান মঞ্জুরুল হক, শালনগর ইউনিয়নের চেয়ারম্যান খান তসরুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩শতাধিক রোগীর চিকিৎসা সেবাসহ ওষুধ দেয়া হয়েছে।
ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আই.কে.এম মোস্তাহসেনুল বাকী বলেন,আমরা এখানে এসেছি যারা দুস্থ,অসুস্থ তাদেরকে সেবা দেওয়ার জন্য ।
এটা আমাদের প্রথমনা মেডিকেল টিমনা এর আগেও ছিল আগামীতেও থাকবে । এছাড়া আমরা নড়াইলসহ বিভিন্ন জেলা শহরে জীবাণুনাশক টানেল উদ্বোধন করেছি মানুষকে ভালো রাখার জন্য। করোনা শুরুর প্রথম থেকেই আমরা বিভিন্ন কর্মসচি গ্রহন করেছি, হাত ধোয়া,সামাজিক দুরত্ব মেনে চলা,আমাদের নিজেস্ব সামর্থ অনুযায়ী রেশন বাচিয়ে খাদ্য দেয়া,কৃষকদের মাঝে শস্য বীজ প্রদান করাসহ এ সকল কার্যবিধি ভবিৎতেও চলতে থাকবে।