নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে একটি হত্যা মামলায় ২১ আসামী গ্রেফতার । গত ১৩ মার্চ শুক্রবার রাতে সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে শাফিয়ার মোল্যা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয় । ১৬ মে শনিবার নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান, কামালপ্রতাপ বাজারের খুরশীদের চায়ের দোকানের সামনে এ নিহতের এ ঘটনা ঘটে। নিহত শাফি ওই গ্রামের বজলু মোল্যার ছেলে।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
এ ঘটনায় নিহতের ভাই মোঃ সোহাগ মোল্যা বাদী হয়ে ২৯ জনসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে নড়াইল সদর থানায় ১৫/৩/২০২০ তারিখে ( মামলা নং-১৬) মামলা দায়ের করা হয়। আসামীগন দীর্ঘদিন পলাতক থাকায় , বর্তমান পরিস্থিতিতে কোথায় অবস্থান না করতে পারায় এবং পুলিশের প্রতি বিশ্বাস ও আস্থার সম্পর্ক সৃষ্টি হওয়ায় এর মধ্যে ২১ জন আসামী সকালে নড়াইল সদর থানায় হাজির হলে , সদর থানা পুলিশ ও ডিবি তাদের হেফাজতে নিয়ে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।