বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন- বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহান ইউনিয়নের মক্রমপ্রতাপ গ্রামের তপু (২১) ও মুলাদী উপজেলার চরকালেখান গ্রামের রফিকুল ইসলাম (২৫)।
মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন আহম্মেদ এসব তথ্য জানিয়েছেন।
মক্রমপ্রতাপ গ্রামের মো. শাহে আলম জানান, বৃহস্পতিবার রাতে তার ভাতিজা তপু নিজ বাড়িতে মুরগীর খামারে বিদ্যুৎ সংযোগ লাইন মেরামত করছিলেন।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
এসময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে মুমুর্ষ অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মুলাদী উপজেলার পশ্চিম চরকালেখান গ্রামে বৃহস্পতিবার বিকালে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে রফিকুল ইসলাম (২৫) মৃত্যুবরণ করেন। তিনি ওই গ্রামের নেয়াজ আলীর ছেলে।