করোনা দুর্যোগ উত্তরণে চলতি ২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখান ও সংশোধিত বাজেট প্রণয়নের দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
বুধবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন বৈঠকে বলা হয়,এক দুর্যোগের সময়ও বাজেটে ধনী, বিত্তবান ও লুন্ঠনপ্রিয় অংশকে তুষ্ট করার বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে। জাতীয় সংসদে চূড়ান্তভাবে পাশ হওয়া নতুন অর্থবছরের বাজেট দিয়ে করোনা মহামারীজনিত দুর্যোগের উত্তরণ ঘটানো যাবে না।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
সভার প্রস্তাবে করোনা পরীক্ষার ফি নির্ধারণের সমালোচনা করে বলা হয়, এর ফলে সংক্রমণ আরো বৃদ্ধি পাবে। অবিলম্বে করোনা পরীক্ষার ফি বাতিল করতে হবে। আরেক প্রস্তাবে বিদ্যুতের ভুতুড়ে বিল ও পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল, প্রমূখ।