আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । নিউমেনিয়া সংক্রমণে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে ০১জুন সোমবার দুপুরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এই তথ্য নিশ্চিত করে বলেন, তার শরীরের অবস্থা অবনতির দিকে গেলে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
তিনি আরও জানান, ‘এমনিতেই আব্বুর শারীরিক অবস্থা ভালো নয়, নানা সমস্যা রয়েছে তার। এর ওপর নিউমেনিয়া সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে নিতে হয়। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। জরুরি দরকার হলে সিএমএইচে নিয়ে যাবো। প্রধানমন্ত্রীও সিএমএইচে কথা বলে রেখেছেন।
মোহাম্মদ নাসিমের শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ আছে কি না জানতে চাইলে জয় বলেন, ‘এমনিতে কোনো শ্বাসকষ্ট নেই। আমরা চারদিন আগে নিজেরাই আব্বুর করোনাভাইরাসের টেস্ট করিয়েছি, রেজাল্ট নেগেটিভ এসেছে। তবে আজ হাসপাতালে ভর্তির পর আবারও সেম্পল নেওয়া হয়েছে। রেজাল্ট এখনও পাইনি।