করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বিবেচনা করে দেশকে, লাল, সবুজ ও হলুদ, এই তিন রঙে ভাগ করা হবে। সোমবার করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে এ তথ্য জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বেশি সংক্রমিত এলাকাগুলোকে সাময়িক লকডাউন করা হবে। তবে এখনও কোনো রঙের এলাকা চিহ্নিত করা হয়নি, তিনি আরও বলেন ঢাকা, নারায়াণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে। পাশাপাশি করোনা পরীক্ষার হারও বাড়ছে। আজ সেজন্য কয়েকটা জোন (এলাকা) মার্কিং করছি। যেমন, রেড, গ্রিন ও ইয়োলো। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল এ জোনগুলোর মধ্যে রেড জোনকে কীভাবে গ্রিন জোন করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে কিছু প্রস্তাবনা দেবেন। সেই প্রস্তাবনা আমরা খুব শিগগিরই বাস্তবায়ন করব।
সভায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের মেয়র ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।