খুব দ্রুত সময়ের মধ্যে গণস্বাস্থ্য নগর হাসপাতালে একটি “প্লাজমা ব্যাংক” গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে জানান, নিজের অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন করোনা ভাইরাসে আক্রান্ত রুগির চিকিৎসায় ম্যাজিকের মতো কাজ করে প্লাজমা থেরাপি । করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ‘প্লাজমা থেরাপি’ নেওয়ার পর কার্যকারিতা দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী এই প্লাজমা থেরাপি নেওয়ার পর বেশ চাঙ্গা বোধ করছেন বলেও জানিয়েছেন।
আরো পড়ুন
- কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার ছিড়লো দুবৃত্তরা
- কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
- কালিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
- কালিয়ার চাচুড়ী বাজারে ছাত্রলীগের আনন্দ মিছিল
- ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়ায় ১৪৪ ধারা জারি
ডা. জাফরুল্লাহ বলেন, সব করোনা রোগীরই প্লাজমা থেরাপি পাওয়া দরকার। শুধু কয়েকজন সুবিধা পাবে, আর দেশের অন্যরা বঞ্চিত থাকবে, তা হতে পারে না।
তিনি বলেন, প্লাজমা ব্যাংক বানানোর জন্য কিছু সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হবে। অর্থও লাগবে। অর্থের জন্য তিনি প্রয়োজনে গণস্বাস্থ্যের সম্পদের বিপরীতে ব্যাংক থেকে ঋণ নেবেন।
তিনি আবারও গণস্বাস্থ্যের কিট দ্রুত অনুমোদন দেবার দাবি জানান। তিনি বলেন, দেশে প্লাজমা দেবার মতো প্রচুর মানুষ আছে। কাজটা কঠিন কিছু নয়।